সমকালীন মুন্সীগঞ্জ ডেক্স, ১৬ মার্চ ২০২২ খ্রি:
মুন্সীগঞ্জে ১৬ জন অসহায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১০টার দিকে শহরের মানিকপুর এলাকায় মুন্সীগঞ্জ ক্লাবের উদ্যোগে সমাজের বিভিন্ন অসহায় শারীরিক প্রতিবন্ধী ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মুন্সীগঞ্জ ক্লাবের সভাপতি এ কে এম নুরুল উদ্দিন শুভ্রর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জাহাঙ্গীর হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া কর্মকর্তা খাদিজা পারভীন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, নাট্যকার জাহাঙ্গীর আলম ঢালী, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর নার্গিস আক্তার, সিদ্দিকুর রহমান লিটন, মাহবুবুর রহমান স্বপন প্রমুখ।
এ সময় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে সমাজের বিত্তশালীদের গরিব অসহায়দের জন্য আত্মমানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখার আহ্বান জানান।