সমকালীন মুন্সীগঞ্জ ডেক্স, ১৬ মে ২০২০:
মুন্সীগঞ্জে নতুন করে পাঁচ ব্যাংকারসহ ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট ৩৬৫ জনের করোনা শনাক্ত হলো।
শনিবার (১৬ মে) জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ তথ্য জানান।
ডা. আবুল কালাম আজাদ জানান, আক্রান্ত নতুন ১১ জনের মধ্যে গজারিয়া উপজেলার সোনালী ব্যাংকের গজারিয়া শাখার পাঁচ কর্মকর্তা, মুন্সীগঞ্জ সদর উপজেলায় তিনজন, সিরাজদিখান উপজেলায় দুইজন ও টঙ্গীবাড়ি উপজেলায় একজন রয়েছেন।
জেলায় এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৫২ জন। মারা গেছেন ১৩ জন। মুন্সীগঞ্জ থেকে ২ হাজার ২৭৫টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকা পাঠানো হয়েছে। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ১ হাজার ৯১২টির ।