সমকালীন মুন্সীগঞ্জ ডেক্স, ২১ মার্চ ২০২৩:
মুন্সীগঞ্জে প্রাথমিক শিক্ষা পদকের পুরস্কার বিতরণী ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ ) বেলা সাড়ে ১১টার দিকে শহরের ইদ্রাকপুর ১ নং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বৃত্তি প্রদান করা হয়।
এ সময় বিদ্যালয়ের ১৪২জন শিক্ষার্থীর মধ্যে এই পুরস্কার বিতরণ ও ৮জনকে মেধা বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহিদ সুলতানা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসা: নাছিমা খানম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সানজিদা আক্তার, বিদ্যালয়ের কমিটির সদস্য ও পৌর কাউন্সিলর মুকবুল হোসেন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ রতন, মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রিয়াজুল হক, সহকারী শিক্ষক পুতুল, ইদ্রাকপুর ১ নং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খালেদা আক্তার, প্রমূখ।
পুরস্কার বিতরণ শেষে পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।