শেখ মোহাম্মদ রতন, সমকালীন মুন্সীগঞ্জ ডেক্সঃ
মুন্সীগঞ্জে নৌ পুলিশের চেষ্টায় হারিয়ে যাওয়া মো. তাহসিন হোসেন নামে ১০ বছরের এক শিশুকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে মুক্তারপুর নৌ ফাঁড়ির পুলিশের ইনচার্জ সাজ্জাদ করেম খান।
নিখোঁজ শিশু মো. তাহসিন হোসেন(১০) ঢাকার যাত্রাবাড়ীর কাজলা এলাকার মো. নূরনবী ও মোসাম্মৎ তাসলিমা দম্পতির সন্তান।
মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজ্জাদ করেম খান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘মঙ্গলবার (১০ জুন) সন্ধা সাড়ে ছয়টায় দিকে নিয়মিত নৌ টহল ডিউটি করার সময় সদর উপজেলার মিরকাদিমের কাঠপট্টি এলাকায়
শিশুর নিখোঁজ হওয়ার তথ্য পাই।
নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজ্জাদ করিম খান আরও জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করি। পরে শিশুটির পরিচয় জানতে চাইলে সে মিরকাদিম লঞ্চঘাটে নোঙর করা ঢাকা থেকে ছেড়ে আসা এমএল জিলানী লঞ্চটি দেখিয়ে দেয়। তথ্য নিয়ে জানতে পারি লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে বিকাল ৫ টায় রওনা দিয়ে সাড়ে ছয়টায় মীরকাদিম লঞ্চঘাটে এসে থামে। পুনরায় পরিচয় জিজ্ঞাসা করলে শিশুটি জানায় ঢাকার রায়েরবাগে অবস্থিত প্রভাতে কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষার্থী সে। পরে শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক রতন মিয়ার সাথে মোবাইলে যোগাযোগ করে তথ্যের সত্যতা পাই। স্কুল থেকে শিশুটির মায়ের মোবাইল নাম্বার সংগ্রহ করে যোগাযোগ করলে তার পরিচয় নিশ্চিত হই। এরপর রাত দশটার দিকে শিশু তাহসানের মা মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়িতে উপস্থিত হয়ে শিশুটিকে আমাদের কাছ থেকে বুঝে নেন।’
শিশু তাহসিনের মা মোছাম্মৎ তাসলিমা বেগম জানান, ‘বিকালে তাসিন আমার সাথে এলাকার টেইলার্সে যায়। সেখান থেকে মাঠে খেলতে যেতে চায়। যেহেতু আমাদের এলাকা তাই বিষয়টি নিয়ে চিন্তিত হয়নি। আমি ভেবেছিলাম তাহসিন মাঠে খেলছে। কিন্তু সন্ধ্যা হয়ে গেলে বাড়িতে ফিরে না আসে খোঁজাখুঁজি করতে থাকি। যখন কোথাও খুঁজে না পাচ্ছিলাম তখন মুক্তারপুর পুলিশ ফাঁড়ি থেকে ফোন আসে। আমার সন্তানকে আমার কাছে নিরাপদে ফিরিয়ে দেয়ার জন্য মানবিক নৌ পুলিশের ইনচার্জ সাজ্জাদ করিম খানকে ধন্যবাদ জানাই।