মুন্সীগঞ্জে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

সমকালীন মুন্সীগঞ্জ ডেক্স, ১৯ জানুয়ারি ২০২২:

মুন্সীগঞ্জে মাদকাসক্ত ছেলের উৎপাত ও নির্যাতন থেকে এলাকাবাসীর শান্তির জন্য ছেলে শামীম ওরফে কালুকে (২৮) পুলিশে দিলেন বাবা অহিদ শেখ।

বাবা অহিদ শেখের লিখিত অভিযোগের ভিত্তিতে বুধবার (১৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে শামীম ওরফে কালুকে তার নিজ বাড়ি মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর গ্রামের পশ্চিম পাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ।

পরে বাবা অহিদ শেখের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয় ওই মাদকাসক্ত ছেলেকে।

বাবা অহিদ শেখ  জানান, আমার ছেলে শামীম ওরফে কালু (২৮) মাদক সেবন করতে করতে এখন এখন সম্পুর্ন মাদকাসক্ত হয়ে বেপরোয়া হয়ে পরেছে। প্রতি রাতেই সে নেশা করে ধারালো অস্ত্র নিয়ে এলাকাবাসীকে ভয়ভীতি দেখিয়ে টাকা ছিনিয়ে নেয়। নেশার টাকার জন্য আমার ছেলে মাদকসেবী শামীম ওরফে কালু প্রতিনিয়ত আমাকে, আমার ভাই হাসু শেখ, আমার মেয়ে ও স্ত্রীকে মারধর করে।

তিনি আরও জানান, মাদক সেবনের টাকা যোগাতে বিভিন্ন বাড়িতে চুরি-ছিনতাই করতো। প্রতিদিনই কোন না কোন বাড়ির বেড়ার টিন কেটে ঘরে ঢুকে চুরি করে নিয়ে যাওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সে এলাকার ঈদগাহ মাঠের রাস্তার পাশে বসে থেকে স্কুল-কলেজে ও প্রাইভেট পড়তে যাওয়ার সময় প্রতিবেশীর ও এলাকার মেয়েদের ইভটিজিং করে এবং তাকে তুলে নেওয়ার হুমকি দিয়ে আসছিল প্রতিদিন। দিন-রাত সব সময় নেশাগ্রস্থ অবস্থায় মাতাল হয়ে থাকে আমার ছেলে।
পাশ্ববর্তী এলাকার শান্তি ও বাবুদ নামের দুই মাদক বিক্রেতার বাড়ি থেকে মাদক সংগ্রহ করে সেবন করে এবং বিক্রি করে সে। মাদকাসক্ত হয়ে রাতভর ধারালো দেশীয় অস্ত্র নিয়ে ঘুরাঘুরি করে। এলাকার স্কুল পরুয়া মেয়েরা কালুর ভয়ে স্কুলে যেতেও ভয় পায়। তার ভয়ে স্থানীয়রা আতংকে থাকে। তার ভয়ে আতংকে থাকে বৈখর এলাকার সাধারণ মানুষরা।
যে কোন সময় এলাকায় তার দ্বারা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশংকা রয়েছে। অবশেষে এলাকার মানুষের শান্তির কথা চিন্তা করে সদর থানায় মামলা করে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিতে বাধ্য হলাম। তার গ্রেপ্তারে এলাকায় শান্তি বিরাজ করছে বলে জানান মাদকসেবী কালুর বাবা অহিদ শেখ।
এসব ঘটনার সত্যতা স্বীকার করে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, মাদকসেবী কালুকে তার বাবা অহিদ শেখের দেয়া অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে ছেলে শামীম ওরফে কালুকে।