সমকালীন মুন্সীগঞ্জ ডেক্সঃ
সৃষ্টিতে বিস্ময় এ শ্লোগানে নানা বর্নাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মুন্সীগঞ্জে জননন্দিত টেলিভিশন চ্যানেল মাইটিভির ১৫ তম বর্ষে পদার্পন উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার (১৫ এপ্রিল) রাতে মাইটিভি’র মুন্সীগঞ্জ প্রতিনিধি শেখ মোহাম্মদ রতনের সভাপতিত্বে মুন্সীগঞ্জ পৌরসভার সভাকক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব।
তিনি প্রধান অতিথির বক্তৃতায় বলেন মাইটিভি দীর্ঘ পথ চলায় সম্প্রচারে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। মাইটিভি সব সময় বস্তুনিষ্ঠ অনুষ্ঠান ও সংবাদ প্রচারে এক ধাপ এগিয়ে। মাই টিভির এই জনপ্রিয়তার ধারা অব্যাহত রাখবে এই আশা রেখে মাইটিভি পরিবারের সার্বিক সফলতা কামনা করছি।
এসময় আরও উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাছির উদ্দিন জুয়েল, সাধারণ সম্পাদক সুজন হায়দার জনি, সহসভাপতি গোলজার হোসেন, সাবেক সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, কাজী সাব্বির আহমেদ দিপু, রাসেল মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক, মামুনুর রশিদ খোকা, ভবতোষ চৌধুরী নুপুর, মোজাম্মেল হোসেন সজল, সিনিয়র সাংবাদিক মঞ্জুর মোর্শেদ, আতিকুর রহমান টিপু, মাহবুবুর রহমান, নয়া দিগন্তের আব্দুস সালাম, এনটিভির মঈনউদ্দীন আহমেদ সুমন, গ্লোবাল টেলিভিশনের রাজিবুল হাসান জুয়েল, নাগরিক টেলিভিশনের জুয়েল রানা, ডেইলি স্টারের চাকলাদার তানজিল হাসান, দৈনিক জবাবদিহি’র আহসান হাবিব চঞ্চল, দৈনিক আমার সংবাদের মোহাম্মদ জাফর মিয়া, ভোরের ডাকের আহমেদ ফয়েজ, দিপ্ত টিভির কায়সার সামির, যমুনা টেলিভিশনের আরাফাত রায়হান সাকিব, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জিতু রায়, চ্যানেল-২৪ এর শুভ ঘোষ, দৈনিক আমার বাংলার মোহাম্মদ নাজির হোসেন, নিউজ ৭১ এর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, লাখোকন্ঠের শ্রীকান্ত দাস, ডিবিসি নিউজের ফটো সাংবাদিক সৌরভ চন্দ্র দাস, যমুনা টিভির ফটো সাংবাদিক মোহাম্মদ হৃদয়সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।