শেখ মোহাম্মদ রতন, সমকালীন মুন্সীগঞ্জ ডেক্সঃ
মুন্সীগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ৩০ মে) দুপুর ১২টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদিকদের নিয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে ১ জুন সকাল থেকে সদর উপজেলাসহ সারা জেলায় ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।
সংবাাদ সম্মেলনে সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা জানান, শনিবার (১ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলার ছয়টি উপজেলায় মোট ২ লাখ ১৮ হাজার ২৭০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এ জন্য মোট ১৬৩৫টি কেন্দ্রে ১৫০ জন স্বাস্থ্য সহকারী, ২২১ জন পরিবার কল্যাণ সহকারী, ১১৭ জন সিএইচসিপি এবং ৩২৭০ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করে সেবা প্রদান করবে।
৬ থেকে ১১ মাস বয়সি শিশুদের নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার লক্ষ্যমাত্রা ২৬ হাজার ৩৫৭ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশুদের লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৯১ হাজার ৯১৩ জন।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সিভিল সার্জন মনজুরুল আলমসহ আরো অনেকে।