সমকালীন মুন্সীগঞ্জ ডেক্স, ১৩ মে ২০২২:
মুন্সীগঞ্জে অবৈধ মজুদ ও বোতলজাত সয়াবিন তেল খুলে খুচড়া বাজারে বেশিদামে বিক্রির অভিযোগে ৩টি প্রতিষ্ঠানকে মোট ৬০হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার (১৩ মে) সকাল ১০ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত সদর উপজেলার মুক্তারপুর ও রিকাবীবাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় রিকাবীবাজারের একটি দোকান থেকে মুজদকৃত ২ হাজার লিটার তেল উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
তিনি জানান, অভিযানে দেখা যায় রমজান মাস ও আরো আগের তেল পুরনো দামে বিক্রি না করে মজুদ করে রাখা হয়েছে।
এছাড়া বোতল খুলে খুলে বেশি দামে বিক্রি ও গায়ের মূল্য ঘষে তুলে ফেলা হয়েছিলো প্রতিষ্ঠানগুলোতে। অনিয়মের প্রমাণ পাওয়ায় মুক্তারপুরে লক্ষ্মি স্টোর ও সাইদ স্টোর কে ৫ হাজার টাকা করে মোট ১০হাজার টাকা ও রিকাবিবাজারের শাহজালাল স্টোরকে ৫০ হাজার টাকা সর্বমোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রিকাবীবাজারে শাহজালাল স্টোরে গুদাম থেকে অবৈধভাবে মজুদকৃত ২হাজার লিটার তেল উদ্ধার করার পর গায়ের মূল্যে ভোক্তাদের কাছে বিক্রি করা হয়। অন্য দুই দোকানে ১০০ লিটার তেল উদ্ধার ও পরে তা ভোক্তাদের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়।
এ অভিযানে ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জ, সদর থানার পুলিশ, ও সরকারের দুইটি বিশেষ গোয়েন্দা সংস্থা অভিযানে সার্বিক সহযোগিতা করেছেন।