মুন্সীগঞ্জে প্রগতিশীল লেখক সংঘের আলোচনা সভা

সমকালীন মুন্সীগঞ্জ ডেক্স, ১৮ মার্চ ২০২২ খ্রিঃ

বাংলাদেশ প্রগতিশীল লেখক সংঘ, মুন্সীগঞ্জ জেলার উদ্যোগে ‘মান্টোর সাহিত্য ও উপমহাদেশে জাতিরাষ্ট্রের জন্ম’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ মার্চ) জেলা শিল্পকলা একাডেমিতে এই সভার আয়োজন করা হয়।

এতে প্রধান আলোচক ছিলেন প্রাবন্ধিক ও অনুবাদক জাভেদ হুসেন। সভাপতিত্ব করেন মুজিব রহমান ও সঞ্চালনা করেন ইকবাল হুসেন বাবুল।

সভায় অংশ নেন- প্রাবন্ধিক জাকির হোসেন, সংগঠক শ.ম. কামাল হোসেন, কবি জগদ্বন্ধু হালদার, চিত্রশিল্পী আবুল খায়ের, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, বিজ্ঞান লেখক শফিক ইসলাম, সিপিবি নেত্রী হামিদা খাতুন, সিপিবি নেতা নুরে আলম বিপ্লব, মোঃ নাসিম, কবি রইস মুকুল, লেখক গোলাম আশরাফ খান উজ্জ্বল, কবি মাসুদ আহমেদ অর্ণব, কবি সান্দ্র মোহন্ত, কবি অনু ইসলাম, লেখক কানন ইয়াসিন, সংগীত শিল্পী আমির হাসান মিলন, অ্যাড. আব্দুর রহমান, সাজ্জাদ সাদমান, মশিউর রহমান, সাংবাদিক মোহাম্মদ রতন, শেখ মো. মিলন, সুদীপ্ত সাহা বাঁধনসহ আরও অনেকে।