সমকালীন মুন্সীগঞ্জ ডেক্স, ১৯ এপ্রিল ২০২৩ খ্রি:
‘বন্ধুর পথে, চলি বন্ধুর সাথে’ এ স্লোগান নিয়ে এসএসসি ৯৮’ব্যাচ মুন্সীগঞ্জের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) শহরের রয়েল ফুড নামের একটি রেস্তোরায় এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে মুন্সীগঞ্জের এসএসসি ৯৮’ ব্যাচের শতাধিক বন্ধুদের অংশগ্রহণে এক সৌহার্দ্যপূর্ণ মুহুর্ত তৈরী হয়।
এসময় প্রয়াত বন্ধুদের আত্মার মাগফেরাত কামনায় ও প্রবাসী বন্ধুদের কল্যান কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে একসাথে বসে সকল বন্ধুরা ইফতার সম্পন্ন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনটির আহ্ববায়ক আলআমিন, অ্যাড.আরিফ আহমেদ, অ্যাড. আরেফিন সুমন, ডালিম, মোজাম্মেল, মোঃ দিদার হোসেন, অ্যাড.ইমরান হোসেন, অ্যাড.সুমন, নৃত্য শিল্পি সুমি আক্তার, হিরা, লুবনা, আতিকুজ্জামান পারভেজ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ন-সাধারন সম্পাদক শেখ মোহাম্মদ রতন, মো.সালেহিন, মো: রাজন, সাইদুল ইসলাম, মো. উজ্জল, মোঃ আতিক, শান্ত, আসিফ, সুমন, মোঃ বসির উদ্দিন, মোক্তার, আল মামুন সুজন, মো: আরিফ (এপেক্স), এসএম সোহেল, মোঃ আতিকুর রহমান মাসুমসহ আরও অনেকে।