সমকালীন মুন্সীগঞ্জ ডেক্স, ২৮ জানুয়ারি ২০২২:
পুরোনো বন্ধুদের কাছে পেয়ে আবেগে আপ্লুত সবাই। মুহুর্তেই যেন ফিরে গেলো সেই ২৩ বছর আগের স্মৃতীতে। কেউ কুশল বিনিময়ে ব্যস্ত। কেউ অন্যকে বুকে জড়িয়ে ধরছেন। আবার কেউ খুলেছেন গল্পের ঝাঁপি। বন্ধুদের এমন আবেগ, উচ্ছ্বাস বুঝিয়ে দিল বাঁধন মোটেও আলগা হয়নি, আছি মোরা প্রাণে প্রাণে।
‘বন্ধুর পথে, চলি বন্ধুর সাথে’ এ স্লোগান নিয়ে শুক্রবার (২৮ জানুয়ারি) মুন্সীগঞ্জ শহরের অদুরে চর কিশোরগঞ্জ গ্রামে মেঘনা নদীর তীরে দিনব্যাপি পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। ২ শতাধিক ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এ পুনর্মিলনী অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
এসময় পুনর্মিলনী অনুষ্ঠানে আগত অ্যাড. আরিফ আহমেদ জানান, আজকে আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। এ এক অনন্য অনুভুতি।
১৯৯৮ ব্যাচের ছাত্র ব্যবসায়ী আল আমিন জানান, আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুব ভালো লাগছে। দীর্ঘ ২৩ বছর পর সহপাঠিদের একসাথে পেয়ে আরও বেশি ভালো লাগছে।
জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক সাব্বির হোসেন জাকির জানান, পুরোনো বন্ধুদের কাছে পেয়ে আমি সত্যিই অভিভুত বেশ ভালো লাগছে। আমি নিজেকে ভাগ্যবান মনে করছি পুরনো সব বন্ধুদের সাথে এত বছর পর মিলিত হতে পেরে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ব্যাবসায়ী আবু বক্কর সিদ্দিক, চাকরিজীবি মোঃ দিদার হোসেন, অ্যাড. ইমরান হোসেন, অ্যাড. নাসির উদ্দিন, অ্যাড. সুমন, কন্ঠ শিল্পি জান্নাতুল ফেরদৌস রিফাত, নৃত্য শিল্পি সুমি আক্তার, ব্যাবসায়ী আতিকুজ্জামান পারভেজ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ন-সম্পাদক শেখ মোহাম্মদ রতন, ব্যাবসায়ী আল আমিন চৌধরী মুন্না, মোঃ রাজন, নিতাই হাজরা, মোঃ লিমন, মোঃ সোহেল, মোঃ আতিকুর রহমান মাসুম প্রমুখ।
পরে রেফেল-ড্র, নৃত্য, গানসহ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সন্ধায় পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি হয়।