শেখ মোহাম্মদ রতন, সমকালীন মুন্সীগঞ্জ ডেক্সঃ
মুন্সীগঞ্জের শ্রীনগরে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ মুন্সিগঞ্জ জেলার সহ-সাধারন সম্পাদক সমর দত্তের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪মে) সকাল ১০টায় শ্রীনগর প্রেসক্লাব সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্যরা বলেন শ্রীনগরের এম রহমান মার্কেট সংলগ্ন পালবাড়ী জায়গা দখল ও কলেজ সংলগ্ন কেন্দ্রীয় স্বশানের জায়গা দখলের প্রতিবাদ করায় তার বিরুদ্ধে মিথ্যা দিয়ে হয়রানি করছে ক্ষমতাশীন দলের নেতারা। তারা সমর দত্তের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে দ্রুত নিঃশর্ত মুক্তি দেয়ার দাবী জানান।
শ্রীনগর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তাপস দাসের সভাপতিত্বে এই মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মুন্সীগঞ্জ জেলার সভাপতি অ্যাডভোকেট অজয় চক্রবর্তী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক বলরাম বাহাদুর, মুন্সীগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক উত্তম ঘোষ, মুন্সিগঞ্জ জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট প্রদীপ দাস, সিরাজদিখান উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিমল দাস, মানব অধিকার কর্মী মজিবুর রহমান, মুন্সীগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি তপন রাজবংশী, মুন্সীগঞ্জ জেলা ছাত্র ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট স্মৃতি রানী দাস, শ্রীনগর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শংকর দাস শ্রীনগর উপজেলা যুবদল পরিষদের সভাপতি শ্রীনগর উপজেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ সূত্রধর সহ অন্যান্য ব্যক্তিবর্গ।