শেখ মোহাম্মদ রতন, সমকালীন মুন্সীগঞ্জ ডেক্স:
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও মা আয়েশা সিদ্দিকা (রাঃ) এর প্রতি ভারতে বিজেপি সরকারের দুইজন মুখপাত্র কর্তৃক মানহানীকর বক্তব্যের প্রতিবাদে মুন্সীগঞ্জের বজ্রযোগিনী ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুন) বিকালে সদর উপজেলার বজ্রযোগিনী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি শহিদুল ইসলাম দাঃ বাঃ সভাপতিত্বে বিভিন্ন ইউনিয়নের মসজিদ মাদ্রাসার শিক্ষক, ইমামগন সহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিম জনতা বিক্ষোভ মিছিল নিয়ে বজ্রযোগিনী জে কে উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ স্থলে এসে জড়িত হয়। এ সময় প্রতিবাদী স্লোগানে মুখোরিত হয়ে ওঠে সমাবেশ প্রাঙ্গণ।
সমাবেশে বিভিন্ন এলাকা থেকে আগত আলেম ওলামাগন বক্তব্য দেন। বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও মা আয়েশা সিদ্দিকা (রাঃ) এর প্রতি ভারতে বিজেপি সরকারের কটুক্তিকারি দুইজন মুখপাত্রের বিচারের দাবি সহ ভারতীয় সকল পন্য বয়কটের ডাক দেন।
মুফতি হুসাইনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন মুফতি শাহনেওয়াজ শাহীন, হাফেজ মাওলানা ইমদাদুল হক্কানী, মাওলানা জসিম উদ্দিন ফরিদী, মাওলানা আবুল হোসাইন, ইউনিয়ন আয়ামীলীগের সভাপতি হাজী মো: রবিন হোসেন,ব্যবসায়ী হাজী বিল্লাল হোসেন, বিশিষ্ট্য শিল্পপতি সিরাজুল ইসলাম, ইমাম ও খতিব মোকাদ্দিসুর রহমান, বজ্রযোগিনী স্কুলের সিনিয়র শিক্ষক মো: ফরহাদ হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুর রহমান প্রমুখ।