পিস্তল ও গুলিসহ শহর যুবলীগ নেতা এলান গ্রেপ্তার

সমকালীন মুন্সীগঞ্জ ডেক্স, ০৬ মার্চ ২০২১:

মুন্সীগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা চালিয়ে শহর যুবলীগ নেতা সাইফুল ইসলাম এলানকে (৫২) আগ্নেআস্ত্রসহ গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

শহরের মধ্য কোটগাঁও এলাকার মৃত হাজী মো. ফজলুর রহমানের ছেলে তিনি।

শুক্রবার (৫ মার্চ) দুপুরের পর এ তথ‌্য নিশ্চিত করেন মুন্সীগঞ্জ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক।

তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের কোটগাঁও এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ও দুই রাউন্ড গুলিসহ এলানকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

তিনি আরও জানান, এলানের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র, হত্যাচেষ্টা মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে। এ ঘটনায় আসামির বিরুদ্ধে মুন্সীগঞ্জের সদর থানায় শুক্রবার (৫মার্চ) দুপুরে আরও একটি মামলা করা হয়েছে।

মুন্সীগঞ্জ জেলা যুবলীগের সভাপতি শাজাহান খান বলেন, ‘গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম এলান প্রায় ১৫ বছর ধরে মুন্সীগঞ্জ শহর যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এখনও সভাপতি পদেই বহাল রয়েছেন। তার নামে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে শুনেছি। এছাড়া অস্ত্রসহ গ্রেপ্তার হওয়ায় তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জেনেছি।’