সমকালীন মুন্সীগঞ্জ ডেক্স, ২৩ জুন ২০২০:
করোনা শনাক্ত করণে পিসিআর ল্যাব স্থাপন ও ২৫০ শয্যার মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের নতুন ভবন চালুর দাবীতে মানববন্ধন ও ৫ শতাধিক মাস্ক বিতরন করেছে মুন্সীগঞ্জ সার্কেল এইট্টিওয়ানস নামে একটি সংগঠন।
মঙ্গলবার (২৩ জুন) বেলা সাড়ে ১১ টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন রচনা করা হয়।
এসময় মুন্সীগঞ্জ প্রেসক্লাব, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি, মুন্সীগঞ্জ নাগরিক সমন্বয় পরিষদ, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একাত্মতা ঘোষনা করে।
এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি মুন্সীগঞ্জ শাখার সভাপতি শ.ম কামাল হোসেন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকা, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন জাকির, ক্রীড়া সংগঠক সাইদুর রহমান সাঈদ, মুহাম্মদ মাসুদ রানা, অ্যাডভোকেট আরিফ আহমেদ, অ্যাডভোকেট আরিফুর রহমান খোকন, শফিকুল হাসান তুষার, ফয়সাল আহম্মেদ মনির, সালেহিন, জুয়েল, এপেক্স আরিফ, লিমন, সুদিপ দ্বিপ, সাংবাদিক শেখ মোহাম্মদ রতন, মঈনউদ্দিন সুমন, জুয়েল রানা, সাজ্জাত হোসেন, আহসান হাবিব চঞ্চল প্রমুখ।