শেখ মোহাম্মদ রতন, সমকালীন মুন্সীগঞ্জ:-৩০-০১-১৯:
২০১৯ সালের আসন্ন এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্ন পত্র ফাঁসের সাথে জড়িত প্রতারক চক্রকে আইনের আওতায় আনতে র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব ১১ এর অভিযানে ২০১৯ সালের আসন্ন এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে ফেইসবুকে প্রশ্ন পত্র ফাঁসের সাথে জড়িত দিদার হাসান নামের একজনকে আটক করেছে র্যাব-১১।
মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে আটক দিদার হাসানের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে গজারিয়া থানায় মামলা হয়েছে।
র্যাব ১১এর স্কোয়াড্রন লীডার মোঃ রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে ভূয়া প্রশ্ন প্রদানের নামের প্রতারনা করে অর্থ সংগ্রহের সাথে জড়িত থাকায় মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার টেঙ্গারচর এলাকা থেকে দিদার হাসান শুভ ওরফে মিজান (১৬) নামের একজনকে আটক করা হয়েছে।
এই সময় তার কাছ থেকে একটি স্মার্ট ফোন উদ্ধার করা হয়। আটক মিজান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, দিদার হাসান শুভ দশম শ্রেনীর ছাত্র। সে তার নিজ নামের ফেসবুক আইডি থেকে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে প্রতারনা করে টাকা আদায়ের জন্য “SSC Exam Question Out 2019” নামের ফেইসবুক পেইজ খুলে।
এই পেইজে আসন্ন এসএসসি পরীক্ষার সকল বোর্ডের বিভিন্ন বিভাগের প্রশ্ন প্রদানের বিজ্ঞাপন দিয়ে পোষ্ট দেয়। অনেক এসএসসি পরীক্ষার্থী প্রলুব্ধ হয়ে তার সাথে মোবাইলে যোগাযোগ করে প্রশ্ন পাওয়ার আশায় বিকাশে টাকা প্রদান করে। তার কাছ থেকে জব্দ করা মোবাইলে এ সংক্রান্ত প্রতারনার গুরুত্বপূর্ন আলামত পাওয়া গেছে।
এ প্রসঙ্গে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হারুন অর রশিদ জানান, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে আটক দিদার হাসানের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে গজারিয়া থানায় মামলা রুজু করা হয়েছে।