কেওয়ার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত

শেখ মোহাম্মদ রতন, সমকালীন মুন্সীগঞ্জ:-০১-০১-১৮

নতুন বছরের প্রথম দিনে মুন্সীগঞ্জ সদর উপজেলার কেওয়ার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সারে ৯ টার দিকে প্রথম শ্রেনী থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত প্রায় সারে ৩শ’ শিক্ষার্থীদের মাঝে এই নতুন বই বিতরন করা হয়।

বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মহাকালি ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বিরাজ।

কেওয়ার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায়  ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি ফয়েজ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে স্কুলের সহকারী শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।