সমকালীন মুন্সীগঞ্জ ডেক্স, ৪ আগষ্ট ২০২০:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মুন্সীগঞ্জ সদর ফাঁড়ির টিএসআই মাজেদুল হক (৫৮)।
সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা ৬ টার দিকে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
গত ২৪ জুলাই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে মুন্সীগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেনের নির্দেশে তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়।
একই দিনে তার কোভিড ১৯ টেস্টের ফল পজিটিভ আসে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে লাইফ সাপোর্টে ছিলেন।
১৯৮০ সালে পুলিশ কনস্টেবল পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন মাজেদুল হক। দীর্ঘ ৪০ বছর তিনি নিষ্ঠার সাথে বাংলাদেশ পুলিশে কাজ করে গেছেন। তিনি কুমিল্লার লাকসাম থানার অতিশপাড়া ইউনিয়নের কাঁঠালপাড়া গ্রামের মৃত শামছুল আলমের পুত্র। করোনাকালীন সময়েও তিনি তার কর্তব্যে ছিলেন অবিচল।
মুন্সীগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন তার পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা ও শোক জানিয়েছেন।