আজ মুক্তিযুদ্ধের সংগঠক বাচ্চু কাজীর ২০ তম মৃত্যুবার্ষিকী

সমকালীন মুন্সীগঞ্জ ডেক্সঃ

মঙ্গলবার (২৩ এপ্রিল) মুক্তিযুদ্ধের সংগঠক ও মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদককাজী গিয়াসউদ্দিন আহমেদ ওরফে বাচ্চু কাজীর ২০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার বাদজোহর মরহুমের গ্রামের বাড়ি টঙ্গিবাড়ী উপজেলার ধামারণ কাজী বাড়ী জামে মসজিদে দোয়া ওমিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া একই দিন কাজী বাড়ী পারিবারিক কবরস্থানে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া দোয়া পাঠ করা হয়েছে। মুক্তিযুদ্ধের সংগঠক বাচ্চু কাজী স্মতি পাঠাগারের উদ্যোগে দোয়া মাহফিলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং গ্রামবাসী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকালের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি কাজী সাব্বির আহমেদ দীপু’র পিতা মুক্তিযুদ্ধের সংগঠক ও উপজেলা আ’লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাচ্চু কাজী ২০০৪ সালের ২৩ এপ্রিল ইন্তেকাল করেন।